সুনামগঞ্জের দিরাইয়ে জমিয়তের কেন্দ্রীয় নেতা ও সুনামগঞ্জ জেলা সহ-সভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) বাদ যোহর উপজেলা জমিয়তের ব্যানারে পৌর শহরের মধ্যবাজার জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা পয়েন্টে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা মুহি উদ্দীন কাসেমী ও সুনামগঞ্জ জেলা ছাত্র জমিয়তের সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক হাফিজ জিয়াউল করিমের পরিচালনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জমিয়তের উপদেষ্টা মাওলানা হোসাইন আহমদ চান্দিপুরী, সহ-সভাপতি হাফিজ আকমল হোসেন, সহ-সভাপতি মাওলানা হেলাল আহমদ, মাওলানা আব্দুল লতিফ, সুনামগঞ্জ জেলা ছাত্র জমিয়তের সাবেক সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল বছির সরদার, উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মুখতার হোসেন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক এম. আবিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক শরিফপুরীসহ জমিয়ত, যুব জমিয়ত, শ্রমিক জমিয়ত ও ছাত্র জমিয়তের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, মাওলানা মুশতাক গাজীনগরী সহজ-সরল সাধারণ জীবনযাপনকারী একজন আলেম ছিলেন। তাকে নির্মমভাবে হত্যা করা হলেও এখনো খুনিদের গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী, যা অত্যন্ত দুঃখজনক। অবিলম্বে দুষ্কৃতিকারীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।
মন্তব্য করুন