প্রিন্ট এর তারিখঃ Jul 19, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jul 18, 2025 ইং
হাওরপারের শিক্ষার্থীর শতভাগ রেজাল্ট আমাকে অভিভূত করেছে----- জেলা প্রশাসক

দিরাই প্রতিনিধি:: সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেছেন, শিক্ষায় পিছিয়ে থাকা হাওরপারের প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শতভাগ রেজাল্ট আমাকে অভিভূত করেছে। আমি এ প্রতিষ্টানের শিক্ষার্থী,শিক্ষক অভিভাবকদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। ফলাফলে এগিয়ে থাকা মেয়ে পরীক্ষার্থীদের প্রশংসা করে বলেন, প্রতিকুল পরিবেশে যেখানে ২২জন পরীক্ষার্থীদের ১৮ জন মেয়ে শিক্ষার্থীর শতভাগ সফলতা সত্যই প্রশংসার দাবিদার। মেয়ে শিক্ষার্থীদের প্রতি সচেতন হতে অভিভাবকদের আহবান জানিয়ে বলেন, নারীরা এগিয়ে গেলে দেশ এগিয়ে যাবে।
তিনি বলেন শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সমন্বয়েই এমন রেজাল্ট হয়েছে। পাড়াগাঁয়েও প্রতিষ্টানের এ সফলতা ধরে রাখতে সকল কে নিজ নিজ অবস্থান থেকে সহায়তার আহবান জানান। আজ শুক্রবার (১৮ জুলাই) সকাল ১১টায় উপজেলার তাড়ল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীর এবারের এসএসসি পরীক্ষায় শতভাগ উত্তীর্ণ হওয়ায় তাদের সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইনুল হক চৌধুরীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আবু তাহের মিয়ার পরিচালনায় সংবর্ধনায় বিশেষ অতিথি ছিলেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্জিব সরকার, বাংলাদেশ ফিমেইল একাডেমির প্রতিষ্টাতা পরিচালক জামিল চৌধুরী,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ সুত্রধর,জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, দিরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি সামছুল ইসলাম সরদার, বালাগঞ্জ প্রেসক্লাব সভাপতি শাহাব উদ্দিন, এমদাদ সরদার। বক্তব্য রাখেন শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থী। অনুষ্ঠান শেষে এসএসসিতে উত্তীর্ণ ২২জন শিক্ষার্থীর হাতে জামিল চৌধুরীর সৌজন্যে সম্মাননা ক্রেস্ট,নগদঅর্থও উপহার তুলে দেন অতিথিরা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Globalsylhet24.com