
সিলেটে মাদকের বড় চালানসহ গোয়েন্দা জালে ধরা পড়েছেন দুই মাদক ব্যবসায়ী।
তারা হলেন সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সুন্দাউড়া গ্রামের জয়নাল আবদীনের ছেলে আব্দুল্লাহ আল মামুন (২৫) এবং গোয়াইনঘাটের বগাইয়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে রেজাউল হক (২১)।
শুক্রবার রাতে জেলা সিলেট মহানগর পুলিশের জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এ তথ্য জানায়।
তারা জানান, বৃহস্পতিবার সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গোয়াইনঘাট থানা এলকা থেকে মাদক বিরোধী অভিযান চালিয়ে গোয়াইনঘাট থানার সালুটিকরের ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
এসময় তাদের হেফজত থেকে মোট ৩ হাজার ৫০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনী পদক্ষেপ নেওয়া হচ্ছে।