প্রিন্ট এর তারিখঃ Nov 12, 2025 ইং || প্রকাশের তারিখঃ Aug 26, 2025 ইং
আমি আপনাদের সেবক হতে চাই------এডভোকেট পাবেল চৌধুরী

দিরাই প্রতিনিধি:: সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ০২ ( দিরাই শাল্লা ) আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল, বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে ৩১ দফা বাস্তবায়নে দিরাই ও শাল্লা উপজেলার ৫ টি ইউনিয়নের শাসখাই বাজার, ধল বাজার, টেলিফোন বাজার, নাছনী বাজার , জগদল বাজার, হোসেন পুর, নগদিপুর ও রজনী গঞ্জ বাজার সহ বিভিন্ন গ্রামে মঙ্গলবার (২৭ আগষ্ট) দিনব্যাপী লিফলেট বিতরণ ও গণসংযোগ কালে বিভিন্ন পথসভায় বক্তব্য প্রদান কালে বলেন, আমি ছাত্রজীবন থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন জাতীয়তাবাদী ছাত্রলের মাধ্যমে রাজনীতি শুরু করি।
কালের আবর্তে অনেক চড়াই উৎরাই পেরিয়ে আজ আপনাদের সেবা করার মহান ব্রতী নিয়ে আপনাদের পাশে এসেছি, আপনাদের সহযোগিতা ও ভালো বাসায় সত্যই আমি অভিভূত। আমার চাচা দিরাই শাল্লার সাবেক সংসদ সদস্য গোলাম জিলানী চৌধুরী ও আমার বাবা আব্দুস শহীদ চৌধুরী আজীবন আপনাদের সাথে নিয়ে রাজনীতি করে গেছেন, তাদের পথ ধরে আমি ও আপনাদের সেবা করতে চাই, দেশ নায়ক তারেক রহমানের বার্তা আপনাদের মাঝে পৌঁছে দিতে আমার এ ক্ষুদ্র প্রয়াস।যতদিন বেঁচে থাকবো দিরাই শাল্লার অসহায় মানুষের সেবা করে যাবো। আপনাদের আজকের নিঃস্বার্থ ভালোবাসা আমার জীবনের পথ চলার পাথেয়।
তিনি দুঃখ করে বলেন আমরা হাওরবাসী অনেক বড় বড় নেতাদের জন্ম দিলে এলাকার শিক্ষা, যোগাযোগ, কৃষি সহ কোনো সেক্টরেই তারা আশানুরূপ উন্নয়ন করতে পারেননি, তাই এলাকার সার্বিক উন্নয়নে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে আপনাদের মুল্যবান ভোট দিয়ে এলাকার উন্নয়ন নিশ্চিত করতে হবে।
গনসংযোগে অংশ নেন শাল্লা উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরাজ, দিরাই পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান মিজান, শাল্লা উপজেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম দিরাই উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সোয়েব হাসান,, দিরাই পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বাবুল সরদার,দিরাই উপজেলা যুবদলের সদস্য সচিব লিপন হাসান চৌধুরী, দিরাই পৌর যুবদলের আহবায়ক মহি উদ্দিন মিলাদ,উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শামীম আহমদ, শাল্লা উপজেলা কৃষক দলের আহবায়ক মাহতাব উদ্দিন, শাল্লা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাইদ আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নুরুল আমিন,চরনারচর ইউনিয়ন বিএনপির আহবায়ক আছাদুর রহমান খান আসিক, বাহারা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাঈদ হোসেন সাগর, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহবুব হোসেন শিশু সহ ইউনিয়ন বিএনপি ও স্থানীয় নেতৃবৃন্দ।
উপস্থিত ছিলেন, দিরাই উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জুয়েল তালুকদার, ইমরান চৌধুরী, টিপু তালুকদার, টিপু মিয়া, শাল্লা উপজেলা যুবদলের সদস্য সচিব রুবেল আহমদ দুলাল, দিরাই উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবু হাসান চৌধুরী সাজু সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক সালমান মিয়া প্রমুখ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Globalsylhet24.com