সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া বাজারে জায়গা দখলের বিরুদ্ধে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) সকাল ১১টায় পাথারিয়া বাজারের আল-মদিনা মার্কেটের সামনে এ মানববন্ধন করেন গাজিনগর গ্রামের ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
জানা যায়, পাথারিয়া বাজারে ভুক্তভোগি পরিবারের মালিকানাধীন ১০ শতক জায়গার মধ্যে ৬ শতক জায়গায় মার্কেট করা হয়েছে ৷ বাকি ৪ শতক জায়গায় টিনশেড ঘর ছিল। প্রবাসে থাকায় ক্ষমতার অপব্যবহার করে দলীয় প্রভাব খাটিয়ে তালুকগাঁও গ্রামের ময়না মিয়া, ইকবাল হোসেন ও তার আত্নীয়স্বজনরা জোরপূর্বক ভুক্তভোগি পরিবারের নির্মাণাধীন টিনশেড ঘর ভেঙে জায়গা দখল করে৷ পরবর্তীকালে জায়গা উদ্ধারের জন্য বিজ্ঞ আদালতে মামলা দায়েরের পর এই জায়গার কাগজ-পত্র সঠিক থাকায় বিজ্ঞ আদালত ভুক্তভোগি পরিবারের পক্ষে রায় দেন ৷ এরপর কমিশন নিয়োগ করে বাকি ৪ শতক জায়গা বুঝিয়ে দেয়ার কথা থাকলেও এখন পর্যন্ত ভুক্তভোগি পরিবার জায়গার দখল বুঝে পাইনি। তাই দ্রুত সময়ের মধ্যে তাদের জায়গা বুঝিয়ে পেতে প্রশাসনের কাছে জোর দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন- জায়গার মালিক গাজিননগর গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে ওয়ারিছ আলী, আব্দুল আলিম ও ভুক্তভোগীর ভাতিজা আজমল হোসাইন।
এসময় গাজিনগর গ্রামের রিয়াজ উদ্দিন, তোয়াহিদ মিয়া, মনর উদ্দিন, আলেক উদ্দিন, ফয়জুল হক, সিরাজ উদ্দিন, জয়নুদ্দিন, কৈনুদ্দিন, হাবিবুর রহমান, বাবুল মিয়া, ছায়েদ হোসেন, ফারুক মিয়া, আরজু মিয়া, আফরোজ আলী, আফতর আলীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।