হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।
শুক্রবার (২৩ মে) ভোর আনুমানিক ৬টার দিকে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থেকে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে দুই জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার নয়লাডাঙ্গা গ্রামের মো. আব্দুল মতিনের ছেলে মো. রাসেল (২৬) ও চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার পাকাটুলা গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে মো. বাবু হোসেন (২৫)।
জানা যায়, শুক্রবার ভোর আনুমানিক ৬টার দিকে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ ব্রাহ্মণডুরা ইউনিয়নের ঢাকা-সিলেট মহাসড়কের অলিপুর রেলগেটের সামনে থেকে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে র্যাব-৯। অভিযানের সময় মাদক ব্যবসায় জড়িত দুই জনকে গ্রেফতার করা হয়। এসময় গ্রেফতারকৃত ব্যক্তিদের কাছ থেকে ৭০ কেজি গাঁজাসহ একটি ট্রাক জব্দ করা হয়।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে.এম. শহিদুল ইসলাম সোহাগ গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন । তিনি জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ও পলাতক ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।