প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2025 ইং || প্রকাশের তারিখঃ Sep 29, 2025 ইং
আমি আজীবন আপনাদের সেবা করতে চাই ---- দিরাইয়ে পাবেল চৌধুরী

দিরাই প্রতিনিধি:: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ০২ ( দিরাই শাল্লা) আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত,সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল বলেছেন,তারুণ্যের অহংকার দেশ নায়ক তারেক রহমান ও বিএনপির চেয়ারপার্সন গনতন্ত্রের জননী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব ৫ আগষ্ট আমরা দেশ কে ফ্যাসিস্ট মুক্ত করতে পেরেছি, সারা দেশের মানুষ আজ বিএনপির দিকে চেয়ে আছে, আমরা শহীদ জিয়ার স্বপ্ন ও দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফা কর্মসুচি বাস্তবায়ের কাজ করে যাবো।
বক্তব্যের এক পর্যায়ে আবেগ আপ্লূত হয়ে বলেন, প্রখর রোদ উপেক্ষা হাজারো নেতা কর্মী ভালবাসা দিয়ে মটর শোভা যাত্রায় যে ভাবে আমাকে রিসিভ করেছেন, আপনাদের এ ভালোবাসায় সত্য ই আমি গর্বিত। আপনাদের নিঃস্বার্থ ভালোবাসার প্রতিদান দেওয়ার যোগ্যতা আমার নেই, আপনার আমার জন্য দোয়া করবেন আমি যেন আজীবন আপনাদের সেবা করতে পারি।
গতকাল ( ২৮ সেপ্টেম্বর ) রোববার দুপুরে তাহির রায়হান চৌধুরী পাবেল যুক্তরাজ্যে সংক্ষিপ্ত সফর শেষ দিরাই আসলে নেতাকর্মীদের মটর শোভা যাত্রা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল কাইয়ূম, দিরাই পৌর বিএনপির আহবায়ক মিজানুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সোয়েব হাসান, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য বাবুল সরদার, মন্জু মিয়া, দিরাই উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক সামছুল ইসলাম সরদার, উপজেলা যুবদলের সদস্য সচিব লিপন হাসান চৌধুরী, পৌর যুবদলের আহবায়ক মহি উদ্দিন তালুকদার মিলাদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সালমান হোসেন , তরুনদলের সুনামগঞ্জ জেলার সভাপতি আবুল ফজল আকাশ,যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, উপজেলা ছাত্রদলের আহবায়ক আবু হাসান চৌধুরী সাজ, দিরাই সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক সালমান মিয়া সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এর আগে পাবেল চৌধুরী দিরাইর প্রবেশদ্বারে বিএনপি ও সহযোগী সংগঠনের হাজারো নেতা কর্মী বিশাল মটর সাইকেল শোভা যাত্রায় দিরাই নিয়ে আসেন।
পৌরবিএনপির সদস্য মন্জু মিয়া বলেন,এর আগে আমি বিভিন্ন রাজনৈতিক দলের মটর শোভা যাত্রা দেখেছি, প্রচন্ড গরমে এতো নেতা কর্মীর উপস্থিতি কখনো দেখিনি। আমরা বিশ্বাস করি ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশের গনতন্ত্র, স্বাধীনতা স্বাধীনতা রক্ষায় শহীদ জিয়ার সৈনিকরা ঐক্যবদ্ধ ভাবে কাজ করবেন,তিনি বলেন বিএনপি একটি বিশাল রাজনৈতিক সংগঠন, এখানে পদ পদবি নিয়ে প্রতিযোগিতা হওয়া স্বাভাবিক। আমাদের মাঝে কোন কোন্দল নেই।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Globalsylhet24.com