জাকারিয়া চৌধুরী :-
বৈশাখের শুরুতেই হবিগঞ্জ জেলার উপর দিয়ে বয়ে গেছে কালবৈশাখী ঝড়। শুধু ঝড় নয়, ঝড়ের সাথে হয়েছে বজ্রপাতের ঘটনা। আর এতে করে বজ্রাঘাতে আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের দুই ধান কাটা শ্রমিক ও নবীগঞ্জ উপজেলায় এক কৃষক নিহত হয়েছে। গতকাল বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। এদিকে, ধান কাটা মৌসুমের শুরুতেই এমন বজ্রপাতের ঘটনায় কৃষকদের মধ্যে ছড়িয়েছে আতঙ্ক। আমাদের আজমিরীগঞ্জ প্রতিনিধি সেন্টু আহমেদ জিহান জানান- উপজেলার শিবপাশা ইউনিয়নের হাওড়ের দক্ষিণের ঝিলেরবন্দ এলাকায় যান একদল ধান কাটার শ্রমিক। এসময় হঠাৎ করে ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাত শুরু হলে দুই শ্রমিক বজ্রাঘাত হন। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন। নিহতরা হল- চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার মোহনবাগ গ্রামের মনিরুল ইসলাম (২২) ও পার্বতীপুর গ্রামের আব্দুল্লাহিল কাফি (৪৫)। পরে নিহতদের মরদেহ উদ্ধার করে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়। আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মাইদুল হাছান বিষয়টি নিশ্চিত করেন।
নবীগঞ্জ প্রতিনিধি এম.এ মুহিত জানান- নবীগঞ্জ উপজেলায় গরু চরাতে গিয়ে বজ্রাঘাতে শাহ আলম (২১) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের বনকাদিপুর গ্রামের হাওরে বজ্রপাতের ঘটনা ঘটে। নিহত শাহ আলম নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের বনকাদিপুর গ্রামের মৃত আব্দুল আকিল মিয়ার ছেলে।
নিহত শাহ আলম বনকাদিপুর গ্রামের হাওরে গরু চরাতে যান। হঠাৎ করে ঝড়বৃষ্টি শুরু হলে ঝড়বৃষ্টির কবলে পড়েন শাহ আলম। এসময় গরু নিয়ে বাড়ি ফেরার পথিমধ্যে বজ্রাঘাতে শাহ আলম গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।