দিরাই প্রতিনিধি:-
সুনামগঞ্জের দিরাইয়ে অপারেশন ডেভিল হান্টে দিরাই উপজেলা যুবলীগ নেতা রায়হান মিয়াকে (৪০) আটক করেছে দিরাই থানা পুলিশ।
রায়হান মিয়া দিরাই পৌর শহরের চন্ডিপুর গ্রামের আশরাফ উদ্দিনের ছেলে ও সুনামগঞ্জ জেলা পরিষদের বরখাস্তকৃত সদস্য।
দিরাই থানা পুলিশ সুত্রে জানা যায়, মঙ্গলবার ২২ এপ্রিল সন্ধ্যায় অপারেশন ডেভিল হান্টের বিশেষ অভিযানে দিরাই বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, বিশেষ ক্ষমতা আইনে মামলায় রায়হান মিয়াকে গ্রেফতার করে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।