প্রিন্ট এর তারিখঃ May 3, 2025 ইং || প্রকাশের তারিখঃ May 1, 2025 ইং
গ্লোবাল সিলেট২৪ ডটকম উপদেষ্টা এড,খলিলের মাতার মৃত্যুতে শোক প্রকাশ।

গ্লোবাল সিলেট২৪ অনলাইন নিউজ ডটকম উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সহ সাধারণ সম্পাদক এডভোকেট খলিলুর রহমানের মাতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন গ্লোবাল সিলেট২৪ ডটকম,সভাপতি, সম্পাদক,প্রকাশক এবং উপদেষ্টা পরিষদ।
মোছাঃ আফরুজ্জুন নেছা বার্ধক্যজনিত কারণে গত ২৫ এপ্রিল রাত ১০ ঘটিকায় সিলেটের নর্থ ইস্ট মেডিকেল এন্ড কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৭ বছর।তিনি সাত ছেলে,দুই মেয়ে,নাতী,নাতনীসহ অসংখ্য আত্ত্বীয় স্বজন রেখে মারা যান।
আজ সকালে যৌথ স্বাক্ষরে এক শোক বার্তায় গ্লোবাল সিলেট২৪ অনলাইন নিউজ ডটকম পরিবারের সদস্যরা বলেন, ‘ মোছাঃ আফরুজ্জুন নেছার মৃত্যুতে তাঁর শোকাহত পরিবারের মতো আমরাও ব্যতিত,মর্মাহত। একজন স্নেহশীল মাতা হিসেবে তিনি গভীর মাতৃস্নেহ ও কঠোর পরিশ্রম দিয়ে তাঁর সন্তানদের সুশিক্ষিত ও যোগ্য হিসেবে গড়ে তুলেছিলেন। পরহেজগার ও পরোপকারী নারী হিসেবেও তিনি এলাকার সবার নিকট ছিলেন অত্যন্ত শ্রদ্ধেয়।
মহান রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি, তিনি যেন মরহুমার শোকাহত পরিবারকে এই মৃত্যুশোক সহ্য করার ক্ষমতা দান করেন।’
উল্লেখ্য যে,তিনি সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার উপজেলা বিএনপির আহ্বায়ক হাজী আলতাফুর রহমান খসরুর মমতাময়ী মা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Globalsylhet24.com