প্রিন্ট এর তারিখঃ May 11, 2025 ইং || প্রকাশের তারিখঃ May 5, 2025 ইং
বেগম জিয়ার সফরসঙ্গী সিলেটের ৩ জন বিএনপি নেতা
দেশে ফিরছেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। যুক্তরাজ্যের লন্ডনে দীর্ঘ ৪ মাস চিকিৎসা শেষে দেশে ফিরছেন তিনি। তাঁর সফরসঙ্গী হিসাবে পরিবারের অন্যান্য সদস্যের সাথে আছেন সিলেটের তিন বিএনপি নেতা।
তারা হলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা ও গোলাপগঞ্জের সন্তান ড. এনামুল হক চৌধুরী, যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও দক্ষিণ সুরমার সন্তান এমএ মালেক, সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জের জগন্নাথপুরের সন্তান কয়সর এম আহমদ।
তারা তিনজনই বিএনপি চেয়ারপার্সনকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সে রয়েছেন বলে জানিয়েছে যুক্তরাজ্য বিএনপির দায়িত্বশীল একটি সূত্র।
উল্লেখ্য, কাতারের আমিরের দেয়া খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি বাংলাদেশ সময় সোমবার (৫ মে) রাত ৯টা ১০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়।
সবকিছু ঠিকঠাক থাকলে মঙ্গলবার (৬ মে) সকাল সাড়ে ১০টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Globalsylhet24.com