সিলেটের জকিগঞ্জের সুলতানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলামকে তার দায়িত্বভার বুঝিয়ে দেয়ার জন্য নির্দেশনা দিয়েছেন মহামান্য হাইকোর্ট।
সুলতানপুর ইউপির চেয়ারম্যান রফিকুল ইসলামের দায়েরকৃত রিটের শুনানি শেষে এ আদেশ দেন উচ্চ আদালত।
উচ্চ আদালত থেকে এমন আদেশ পেয়ে ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লিখিতভাবে অবহিত করেছেন।
তিনি উল্লেখ করেন, দুটি ফৌজদারী মামলায় আত্মসমর্পণ করে কারাগারে গেলে তার অনুপস্থিতিতে প্যানেল চেয়ারম্যান শিহাব উদ্দিনকে প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা প্রদান করা হয়। জেল থেকে বেরিয়ে তিনি তার দায়িত্ব ফিরে পাওয়ার জন্য আবেদন করেও তা পাননি। পরে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করেন।
বিচারপতি ফাতেমা নাজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রেজার দ্বৈত বেঞ্চ একটি নির্দেশনা দিয়েছেন। মহামান্য আদালতের আদেশের আলোকে পরবর্তী ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
জানা গেছে, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম গত ৫ আগস্ট পরবর্তী দুটি মামলার আসামি হন। পরে তিনি আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তার অনুপস্থিতিতে প্যানেল চেয়ারম্যান শিহাব উদ্দিনকে প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা প্রদান করা হয়। দীর্ঘদিন কারাবাস করে জামিনে মুক্তি পেয়ে ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম তার দায়িত্বভার ফিরে পেতে গত ১৯ মার্চ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ৬ এপ্রিল সিলেটের জেলা প্রশাসক বরাবরে আবেদন করেন।
এ দুটি আবেদনের পরও তাকে দায়িত্বভার প্রদান না করায় তিনি সুপ্রীম কোর্টের হাইকোর্ট ডিভিশনে রিট পিটিশন দাখিল করেন (রিট নং ৬৪৯৪)। পরে গত ২৮ এপ্রিল শুনানি শেষে বিচারপতি ফাতেমা নাজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রেজার দ্বৈত বেঞ্চ ১৫ দিনের মধ্যে চেয়ারম্যান রফিকুল ইসলামের আবেদন নিস্পত্তির আদেশ প্রদান করেন এবং একই সাথে ৩ সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে নির্দেশ দেন।
ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, ৫ আগস্ট পরবর্তী একই রাজনৈতিক মামলায় অন্য চেয়ারম্যানগণ আসামি হয়েছেন। তারা দায়িত্ব পালন করেছেন কিন্তু আমাকে রহস্যজনক কারণে দায়িত্ব থেকে বঞ্চিত করা হয়েছে। উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী দ্রুত দায়িত্বভার বুঝিয়ে দিতে তিনি সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়েছেন।