প্রিন্ট এর তারিখঃ May 15, 2025 ইং || প্রকাশের তারিখঃ May 13, 2025 ইং
এক এনআইডিতে একটি রিকশা, অন্য এলাকায় গেলেই শাস্তি

ঢাকার মূল সড়কে কোনো রিকশা চলাচল করতে পারবে না। রিকশা চলাচল করবে অভ্যন্তরের সড়কে— এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। পাশাপাশি সংস্থাটির প্রশাসক মোহাম্মদ এজাজ বলেছেন, একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে একটি রিকশা লাইসেন্স দেওয়া হবে। এর ফলে চলমান রিকশা নিয়ে যে বাণিজ্য রয়েছে, তা বন্ধ করা হবে। এক এলাকার বৈধ রিকশা অন্য এলাকায় যেতে পারবে না।
মঙ্গলবার (১৩ মে) রাজধানীর আসাদগেট এলাকায় অবৈধ রিকশার বিরুদ্ধে অভিযানকালে তিনি এসব কথা বলেন। ডিএনসিসি প্রশাসক বলেন, এই মাসের মধ্যে ডিএনসিসি রিকশা চালকদের প্রশিক্ষণের ব্যবস্থা করবে। প্রশিক্ষণ শেষে উত্তীর্ণরাই বৈধ লাইসেন্স পাবে এবং অনুমোদিত কোম্পানির তৈরি রিকশা শহরের নির্দিষ্ট এলাকায় চালাতে পারবে। এক এলাকার বৈধ রিকশা অন্য এলাকায় যেতে পারবে না। যাত্রী ভোগান্তি কমাতে ভাড়া নির্ধারিত থাকবে।
তিনি বলেন, দুর্ঘটনা প্রতিরোধে ও সড়কে গণপরিবহন চলাচলে শৃঙ্খলা ফেরাতে সরকার ব্যবস্থা গ্রহণ করছে। বুয়েটের সহায়তায় ইতোমধ্যে ব্যাটারি চালিত নিরাপদ রিকশার নকশা প্রস্তুত করে কয়েকটি কোম্পানিকে প্রস্তুতের জন্য অনুমতি দেওয়া হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Globalsylhet24.com