সিলেট কোম্পানীগঞ্জ থানাপুলিশের মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬৪০ পিস ইয়াবা ও ১৫৬ বোতল বিদেশী মদসহ দুইজনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন আপ্তাব আলী (৬৫) ও তার স্ত্রী আঙ্গুরা বেগম ওরফে বড়মা (৪৮)।
জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ উজায়ের আল মাহমুদ আদনানের নেতৃত্বে একদল পুলিশ সদস্য অভিযান পরিচালনা করে। এসময় পশ্চিম ইসলামপুর ইউনিয়নের ভোলাগঞ্জ আদর্শগ্রামে মাদক ব্যবসায়ী আপ্তাব আলীর বসতবাড়ীতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালানোর চেষ্টা করে। পরে তাদের গ্রেফতার করা হয়।
তল্লাশি চালিয়ে আঙ্গুরা বেগমের কাছ থেকে ৬৪০ পিস ইয়াবা ট্যাবলেট এবং আপ্তাব আলীর কাছ থেকে ১৫৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানান, তারা উক্ত মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু করা হয়। মামলা নং ১৫। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।