সিলেটের কোম্পানীগঞ্জ থানা পুলিশের অভিযানে চোরাইকৃত ৬টি গরু উদ্ধারসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনানের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোখলেছুর রহমান।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৫ মে) গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানা পুলিশ সিলেটের সহায়তায় অভিযান চালিয়ে ৬টি চোরাই গরুসহ একজনকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি হলেন কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার কাশিমপুর গ্রামের মৃত কাসেম আলীর ছেলে শাহজাহান মিয়া (৩০)।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান বলেন, অপরাধ দমনে কোম্পানীগঞ্জ থানা পুলিশ সর্বদা তৎপর।
চুরি, ডাকাতি, মাদকসহ সব ধরনের অপরাধ নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।