সিলেটে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুনের ঘটনা ঘটেছে। আজ বুধবার দুপুরে সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের লুসাইন গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি নাম মো. মুজিবুর রহমান (৫৩)। তিনি ঐ গ্রামের মৃত মনু মিয়ার ছেলে।
নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (উত্তর) মো. শাহরিয়ার আলম বলেন, দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন থেকে দ্বন্দ্ব চলে আসছিলো। আজ কোন এক বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া লেগে যায়। এতে এক ভাইয়ের হাতে অপর ভাই মারা গেছেন বলে জেনেছি। ঘটনাস্থল পুলিশ পরির্দশন করেছে।
মন্তব্য করুন