দিরাই প্রতিনিধি:: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ দিরাই শাল্লা আসনের বিএনপির প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নারীর ক্ষমতায়ন ও নারীদের অধিকার নিশ্চিত করতে বিভিন্ন প্রদক্ষেপ গ্রহন করেছিলেন,তারই পথ ধরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও নারীদের কর্মসংস্থান ও তাদের স্বাবলম্বী করতে গার্মেন্টস শিল্প ও বিশ্বের বিভিন্ন দেশে পাঠানোর ব্যবস্থা করেন।
আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান যে ৩১ দফা ঘোষণা করেছেন তাতে নারীদের শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান,সহ সার্বিক উন্নয়নের ঘোষণা আছে, নারীরা আমাদের সমাজ ও পরিবারের অবিচ্ছেদ্য অংশ।যে দেশের অর্ধেক নারী সে দেশে নারীদের পিছনে রেখে কোনো উন্নয়ন সম্ভব নয়। বিএনপি সবসময়ই নারীদের ক্ষমতায়ন, নারীদের উন্নয়নে প্রাধাণ্য দিয়ে আসছে।
বিএনপি যখনই ক্ষমতায় গিয়েছে নারীর ক্ষমতায়ন করেছে। আমাদের নেতা তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কার কাঠামোর ৩১ দফা রূপরেখার ২৩ নম্বর দফায় নারীর অধিকার প্রতিষ্ঠার উপর জোর দিয়েছেন, বিএনপি সরকার গঠন করলে নারীর ক্ষমতায়ন ও উন্নয়ন নিশ্চিত হবে।স্থানীয় সরকার ব্যবস্থায় নারীর প্রতিনিধিত্ব বাড়ানোর উদ্যোগ গ্রহণ করা হবে জানিয়ে এডভোকেট পাবেল চৌধুরী বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নারীদের জন্য পৃথক মন্ত্রণালয় স্থাপন করেন এবং গার্মেন্টস শিল্পের সূচনা করে নারীদের অর্থনৈতিক মুক্তির পথ প্রশস্ত করেন। বিএনপি সরকার গঠন করলে নারীর ক্ষমতায়ণসহ সার্বিক উন্নয়নে প্রদক্ষেপ গ্রহন করা হবে।
বৃহস্পতিবার দিরাই উপজেলা মহিলা দল আয়োজিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা মহিলাদল নেত্রী শিক্ষিকা সুলতানা রাজিয়ার সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সদস্য সচিব লিপন হাসান চৌধুরীর পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল হক চৌধুরী, দিরাই পৌর বিএনপির আহবায়ক মিজানুর রহমান, জেলা কৃষকদলের সদস্য মানিক মিয়া তালুকদার,দিরাই উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সোয়েব হাসান,দিরাই উপজেলা ছাত্র দলের সাবেক আহবায়ক সামছুল ইসলাম সরদার, পৌর বিএনপির সদস্য বাবুল সরদার, জিলাল চৌধুরী,শাল্লা উপজেলা বিএনপির নেতা মাসুদ আল কাউসার, বিএনপি নেত্রী রিনা বেগম, পারবিন বেগম, সুমি বেগম,রেহানা আক্তার,পৌর যুবদলের আহবায়ক মহি উদ্দিন মিলাদ,তরুণ দলের সভাপতি আবুল ফজল আকাশ, উপজেলা ছাত্রলের আহবায়ক আবু হাসান চৌধুরী সাজু, দিরাই সরকারি কলেজ ছাত্র দলের আহবায়ক সালমান মিয়া প্রমুখ