নবনির্মিত সুনামগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষার্থীদের পর্যাপ্ত ওয়ার্ড সুবিধা না দেওয়ার অভিযোগ তুলে এবং দ্রুত সময়ের মধ্যে হাসপাতাল চালুর দাবিতে সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।
রবিবার সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করার ১ ঘণ্টা পর ১১টার দিকে ঘটনাস্থলে সেনাবাহিনী গিয়ে শিক্ষার্থীদের সরিয়ে দেয়।
জানা যায়, দাবি পূরণ না হওয়ায় মেডিকেল কলেজের সামনে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের মদনপুর এলাকায় সড়কের দুপাশে বাঁশ দিয়ে ব্যারিকেড দিয়ে অবরোধ করছিলেন শিক্ষার্থীরা। এতে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, এই পরিস্থিতিতে প্রথমে পুলিশ ও পরে সেনাবাহিনী শিক্ষার্থীদের সরিয়ে দেবার জন্য বার বার অনুরোধ ও চেষ্টা করলেও শিক্ষার্থীরা সরে যায়নি। পরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে সেনাবাহিনী বাধ্য হয়ে লাঠিচার্জ করে শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে ক্যাম্পাসে নিয়ে যায় সেনাবাহিনী। প্রায় দেড় ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় সেনাবাহিনী। এসময় কয়েকজন শিক্ষার্থী আহত হন। ক্যাম্পাসের ভেতরে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন।
ঘটনার পর সেনাবাহিনীর মেজর মেজবাহ উদ্দিন জানান, সড়ক অবরোধ করায় শিক্ষার্থীদের সরানো হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।
মন্তব্য করুন