শিল্পখাতে বিনিয়োগ বৃদ্ধি এবং উৎপাদন কার্যক্রমকে আরও গতিশীল করতে লাইসেন্সপ্রাপ্ত শিল্পপ্রতিষ্ঠানে কর্মরত প্রবাসী শ্রমিকদের জন্য ইকামা বা ওয়ার্ক পারমিট ফি মওকুফের সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। দেশটির শিল্প উন্নয়ন ও বিনিয়োগবান্ধব পরিবেশ জোরদারের লক্ষ্যেই এই বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে অর্থনৈতিক ও উন্নয়নবিষয়ক পরিষদের সুপারিশ অনুমোদনের মাধ্যমে এই সিদ্ধান্তটি কার্যকর করা হয়।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সৌদি গেজেট জানিয়েছে, প্রায় সাত থেকে আট বছর পর আবারও শিল্পখাতে কর্মরত প্রবাসী শ্রমিকদের ওপর আরোপিত এই নির্দিষ্ট ফি মওকুফ করা হলো। সৌদি আরবের শিল্প ও খনিজসম্পদমন্ত্রী বান্দার আলখোরায়েফ এই বিষয়ে জানিয়েছেন, প্রবাসী শ্রমিকদের ওপর থেকে আর্থিক চাপ কমানোর ফলে দেশটির শিল্পখাতে টেকসই উন্নয়নের ভিত্তি আরও শক্ত হবে। মূলত ভিশন ২০৩০ এর লক্ষ্য বাস্তবায়নে শিল্প খাতকে নিরবচ্ছিন্ন সহায়তা প্রদানের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
সংশ্লিষ্টদের মতে, সরকারের এই উদ্যোগ সৌদি আরবের উৎপাদিত পণ্যের আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করার সক্ষমতা বাড়াবে। একই সঙ্গে তেলনির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে এসে রপ্তানিযোগ্য অন্যান্য পণ্যের পরিসর বৃদ্ধিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভিশন ২০৩০ বাস্তবায়নের মাধ্যমে সৌদি আরব দীর্ঘদিন ধরেই একটি বহুমুখী অর্থনৈতিক কাঠামো গড়ে তোলার চেষ্টা করছে, যেখানে শিল্পখাতে নতুন বিনিয়োগ আকর্ষণ ও আধুনিক প্রযুক্তিনির্ভর শিল্পায়ন নিশ্চিত করাই মূল লক্ষ্য।
মন্ত্রী আরও উল্লেখ করেন যে, ইকামা ফি বাতিলের ফলে শিল্পকারখানাগুলোর পরিচালন ব্যয় উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। এর ফলে মানসম্মত বিনিয়োগকারীরা নতুন করে বিনিয়োগে উৎসাহিত হবেন এবং শিল্পকারখানা সম্প্রসারণের পথ সুগম হবে। পাশাপাশি এই সিদ্ধান্তের ফলে শিল্পখাতে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং উন্নত উৎপাদন প্রযুক্তিনির্ভর আধুনিক ব্যবসায়িক মডেল গ্রহণ করা সহজ হবে বলে আশা করা হচ্ছে।
মন্তব্য করুন