সুনামগঞ্জের শাল্লা উপজেলার ১ নং আটগাঁও ইউনিয়নে বজ্রপাতে রিমন তালুকদার (২০) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এসময় বজ্রপাতে একটি গরুও মারা যায়।
সোমবার (২৮ এপ্রিল) সকাল অনুমান ৭টায় এই ঘটনা ঘটে। নিহত রিমন তালুকদার আটগাঁও গ্রামের (পাতার হাটি) জাহেদ তালুকদারের ছোট ছেলে। সে শাল্লা সরকারি ডিগ্রি কলেজে স্নাতকে অধ্যয়নরত ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অনুমান সকাল ৭টায় গুড়ি গুড়ি বৃষ্টি দেখে রিমন আটগাঁও গ্রামের বুড়িজাঙ্গাল গায়ের বন হাওর থেকে গরু বাড়িতে নিয়ে আসার জন্য যায়। এসময় হঠাৎ বজ্রপাতে রিমনসহ একটি গরু ভস্মীভূত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এই খবর পেয়ে স্বজন ও গ্রামের লোকজন রিমনের মৃতদেহ হাওর থেকে বাড়িতে নিয়ে আসে।
জানতে চাইলে শাল্লা থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, রিমন তালুকদার বজ্রপাতে মারা গেছে সঠিক। আমাদের অফিসার ঐখানে গিয়েছে, আইনী প্রক্রিয়া শেষ করে তার মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
মন্তব্য করুন