নিজস্ব প্রতিবেদক, তাহিরপুরঃ- তাহিরপুরে দুই মাদ্রাসা ছাত্রীকে উত্যক্তের ঘটনায় তিন বখাটে যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- উপজেলার বালিজুড়ি ইউনিয়নের বালিজুড়ি গ্রামের মহিবুর রহমানের ছেলে মেহেদী হাসান (২৭), একই গ্রামের আলমঙ্গীরের ছেলে মারুফ মিয়া (২১), জাহাঙ্গীর আলমের ছেলে তৌসিফ মিয়া (২২)।
রোববার রাতে বালিজুড়ি গ্রাম থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। এর আগে শনিবার সন্ধ্যায় উত্যক্তকারী তাদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করে বালিজুরী হাজী এলাহিবক্স উচ্চ বিদ্যালয়, বালিজুরী এইচ এ উলুম মাদ্রাসার শিক্ষার্থী ও স্থানীয় যুবকরা।
জানা যায়, গত সোমবার বিকেলে বালিজুরী এইচ এ উলুম সিনিয়র মাদ্রসার দুই ছাত্রী মাদ্রাসা ছুটি শেষে বালিজুরী বাজার খেয়াঘাট দিয়ে রক্তি নদী পার হয়ে তাদের বাড়িতে যাচ্ছিল। সে সময় ওই ৩ যুবক তাদের উত্যক্ত করতে থাকে। ছাত্রীদের চাচা নজরুল ইসলাম বাধা দিলে বখাটেরা ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়।
মন্তব্য করুন