হবিগঞ্জের মাধবপুরে ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত চারজনের পরিচয় পাওয়া গেছে। তাঁদের তিনজন ইটভাটার শ্রমিক ও একজন পিকআপ ভ্যানের চালকের সহকারী। তাঁরা কর্মক্ষেত্রে কাজ শেষে পিকআপ ভ্যানে করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন।
থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুন্সিগঞ্জের একটি ইটভাটায় শ্রমিকের কাজ করতেন হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বেশ কিছু শ্রমিক। সেখানে তাঁদের কাজের সময়সীমা শেষ হয়ে গেলে শ্রমিকেরা গতকাল রাতে একটি পিকআপ ভ্যান করে হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ফিরছিলেন। তাঁদের পিকআপ ভ্যানটি রাত প্রায় তিনটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাখরনখর নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে দুজন নারীসহ উল্লেখিত চারজন নিহত হন। গুরুতর আহত পাঁচজনকে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ টি এম মাহমুদুল হক বলেন, পুলিশ লাশ উদ্ধার করে পরিবারের কাছে আজ শুক্রবার দুপুরে হস্তান্তর করেছে। দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যানটি হাইওয়ে পুলিশের হেফাজতে আছে। আর দুর্ঘটনার পর ট্রাক নিয়ে পালিয়ে গেছেন চালক। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
মন্তব্য করুন