দিরাই প্রতিনিধি:: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দের প্রত্যক্ষ ভোটে অত্যন্ত আড়ম্বরপূর্ণ ও নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহনের মধ্যে দিয়ে উপজেলার ৯ টি ইউনিয়নের কমিটি গঠন সম্পন্ন হয়েছে।
দলীয় সুত্রে জানা যায়, রফিনগর ইউনিয়ন বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন জাহেদ মিয়া, সাধারণ সম্পাদক আব্দুল কাদির। ভাটিপাড়ায় সভাপতি নিয়াজ মাহমুদ রিপন, সাধারণ সম্পাদক শাহদ্বীপ তালুকদার। চরনারচরে সভাপতি আব্দল জলিল, সাধারন সাধারন আতাউর রহমান। রাজানগরে সভাপতি আলী আহমদ খান, সাধারন সাধারন শফিকুল ইসলাম বাবুল। সরমঙ্গলে সভাপতি তেরাব আলী, সাধারন সাধারন নাছির উদ্দীন। করিমপুরে সভাপতি মাস্টার আব্দুর রহীম,সাধারণ সম্পাদক ফরিদ সর্দার।
জগদলে সভাপতি নুরুল হক, সাধারণ সম্পাদক শামীম আহমেদ রানা।তাড়লে সভাপতি আলী আহমদ, সাধারণ সম্পাদক দীন ইসলাম এবং কুলঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি পদে আতিকুর রহমান ও সাধারণ সম্পাদক পদে শিহাব উদ্দিন নির্বাচিত হয়েছেন। এব্যাপারে সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য , উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী বলেন ১১সেপ্টম্বর কুলঞ্জ ইউনিয়ন বিএনপির সম্মেলন দিয়ে শুরু হয়ে শুক্রবার( গতকাল শুক্রবার) রাজানগর ইউনিয়ন বিএনপির সম্মেলনের মধ্য দিয়ে ৯ টি ইউনিয়নে সম্মেলন অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে ও তৃণমূল নেতাকর্মীদের অংশ গ্রহনে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়া শেষ হয়েছে।
নেতৃবৃন্দ প্রত্যক্ষ ভোটের মাধ্যমে তাদের নেতা নির্বাচিত করেছেন। দীর্ঘ সতেরো বছর পর নেতৃবৃন্দ ভোটের মাধ্যমে তাদের নেতা নির্বাচন করার জেলা ও উপজেলা বিএনপির পক্ষ থেকে সকল কে অভিনন্দন জানাচ্ছি। আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে ফ্যাসিস্ট ও সন্ত্রাসমুক্ত দেশ গড়তে, দেশনেত্রী বেগম খালেদা ও দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন। তিনি নির্বাচিত সকল কে অভিনন্দন জানান।