রোববার (২৬ মে) সন্ধ্যায় ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতার নারী ছিনতাইকারীরা হলেন: ব্রাহ্মণবাড়িয়া জেলার আয়রুন্নাহার ওরফে খায়রুন্নাহার (২৩), একই জেলার লালচান বেগম (৩০), তাহমিনা আক্তার (২৫), নাছিমা আক্তার তাছলিমা (২৫), আলেক চান (২৫) ও হবিগঞ্জ জেলার জহুরা খাতুন (৩৬)।
গ্রেফতার পকেটমাররা হলেন: কক্সবাজার জেলার জিয়াবুল হক (২২), একই জেলার মো. তারেক (২০), মো. আরফান (২৪), নুরুল হক নুর (২৯) ও মো. সালাউদ্দিন (৩০)।
ছাত্র-জনতা হত্যার আসামিরা হলেন: সাভারের আসলাম মাতবর (৩৮), নাসির উদ্দিন (৩৮) ও ভাকুর্তার ছাত্রলীগ নেতা শাহীন হাসান ওরফে তুহিন (৩১)।এছাড়া গাড়ি চোর চক্রের সদস্য গ্রেফতার ফরিদপুর জেলার রাজীব আলী বিশ্বাস ও অটোরিকশা ছিনতাইকারী সাভারের কাউসার আহমেদ (১৮)।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির জানান, আসন্ন কুরবানির ঈদকে সামনে রেখে মলম পার্টি ও ছিনতাইকারী চক্র যাতে অন্যান্য অপরাধীরা যাতে অপরাধ সংঘটিত করতে না পারে সেই লক্ষ্যে বিশেষ অভিযান শুরু করেছে জেলা পুলিশ। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় ছিনতাইয়ের অভিযোগে ছয় নারীকে গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে৷ অপর অভিযানে বাসে অভিযান পরিচালনা করে পাঁচ পকেটমারকে গ্রেফতার করে তাদের কাছ থেকে ১২টি মোবাইল উদ্ধার করা হয়। এছাড়া অটোরিকশা চোর চক্রের একজনকে গ্রেফতার ও অটোরিকশা উদ্ধার, গাড়িচোর চক্রের একজন গ্রেফতার ও গাড়ি উদ্ধার এবং ছাত্র-জনতা হত্যা মামলার তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
রোববার আইনি প্রক্রিয়া শেষ গ্রেফতার আসামিদের ঢাকার মুখ্য বিচারিক আদালতে পাঠানো হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।