রাজু সরকার:-
বাহুবল মডেল থানা পুলিশের অভিযানে ১৫০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রবিবার রাত ৩টার দিকে উপজেলার দিগাম্বর বাজার এলাকা থেকে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলামের নেতৃত্বে পুটিজুরী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই রতন লাল দেবের সঙ্গীয় সোর্স নিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেন। এসময় তল্লাশি করে দুই ব্যবসায়ীর সাথে থাকা ব্যাগ থেকে ১৫০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। আটককৃতরা হলেন- সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার দয়ারবাজার গ্রামের ফোরকান মিয়ার ছেলে আমিনুল হক (২৫) ও একই গ্রামের আব্দুল মোতালিবের ছেলে আমির আলী (২৭)। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।
মন্তব্য করুন