Global Sylhet24
প্রকাশ : May 28, 2025 ইং
অনলাইন সংস্করণ

স্পেনে পৌঁছনোর আগমুহূর্তে নৌকাডুবি, নিহত ৭

স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছনোর ঠিক আগমুহূর্তে অভিবাসীদের একটি নৌকা ডুবে চার নারী, দুই শিশু ও এক কিশোরীর মৃত্যু হয়েছে। দেশটির জরুরি সেবা সংস্থা এ তথ্য জানিয়েছে। আটলান্টিক মহাসাগরের এই বিপজ্জনক রুটে এটি সর্বশেষ মর্মান্তিক ঘটনা।

জরুরি সেবা সংস্থার তথ্য অনুযায়ী, লা রেস্টিঙ্গা বন্দরের কাছে এল হিয়েরো দ্বীপে বুধবার দুর্ঘটনাটি ঘটে।


উদ্ধারকারীরা হেলিকপ্টারের সহায়তায় উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন।

রেড ক্রসের মুখপাত্র অ্যালেক্সিস রামোস রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আরটিভিইকে জানান, নৌকাটিতে শতাধিক মানুষ থাকতে পারে, তবে নিখোঁজের সংখ্যা নিশ্চিত করতে পারেননি তিনি। এ ছাড়া আরটিভিইতে সম্প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায়, উল্টে যাওয়া একটি নৌকার গায়ে এবং পানিতে ভেসে থাকা মানুষদের দিকে বয়া ছুড়ে দিচ্ছেন উদ্ধারকারীরা।

জরুরি সংস্থাটি  প্রথমে এক্সে জানায়, লা রেস্টিঙ্গায় নৌকাডুবির ঘটনায় দুই নারীর মৃত্যু হয়েছে।


পরে আরো দুই নারীর মৃত্যুর খবর জানানো হয়। এরপর জানানো হয়, দুর্ঘটনাস্থলে পাঁচ বছর বয়সী দুই শিশু, ১৬ বছর বয়সী এক কিশোরীসহ তিন মেয়ের মৃত্যু হয়েছে। ফলে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে সাতজনে।

এদিকে তিন বছর বয়সী এক শিশু ও পাঁচ বছরের একটি মেয়ে মৃত্যুর মুখ থেকে উদ্ধার হয়েছে।তাদের হেলিকপ্টারে করে ক্যানারি দ্বীপপুঞ্জের সবচেয়ে বড় দ্বীপ তেনেরিফের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। 

এ ছাড়া শ্বাসকষ্টে ভোগা আরো চার শিশুকে এল হিয়েরোর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রতিবছর পশ্চিম আফ্রিকা থেকে হাজার হাজার ইউরোপগামী অভিবাসনপ্রত্যাশী স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছয়। মালি, সেনেগাল ও মরক্কো থেকে আগতরা তাদের মধ্যে সবচেয়ে বেশি। কিন্তু তীব্র স্রোত ও দুর্বল নৌযান এই দীর্ঘ সমুদ্রযাত্রাকে অত্যন্ত বিপজ্জনক করে তোলে।

অভিবাসী সহায়তাকারী এনজিও কামিনান্দো ফ্রোনতেরাসের হিসাব অনুযায়ী, ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত সমুদ্রপথে স্পেনে যাওয়ার চেষ্টায় কমপক্ষে ১০ হাজার ৪৫৭ জন অভিবাসী প্রাণ হারিয়েছে বা নিখোঁজ হয়েছে।স্থানীয় কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে অভিবাসীদের কারণে সৃষ্ট অতিরিক্ত চাপ নিয়ে উদ্বেগ জানিয়ে আসছে এবং দেশের অন্যান্য অঞ্চলের কাছ থেকে পর্যাপ্ত সহায়তা না পাওয়ার অভিযোগ করছে। 


ক্যানারি দ্বীপপুঞ্জের আঞ্চলিক প্রেসিডেন্ট ফের্নান্দো ক্লাভিজো এক্সে বলেন, ‘আবারও আমরা অভিবাসনের সবচেয়ে নিষ্ঠুর বাস্তবতা প্রত্যক্ষ করলাম, যেটা দূরে বসে থাকা মানুষদের উপলব্ধি করা কঠিন। অনুগ্রহ করে আমাদের কথা শুনুন!’

২০২৪ সালে প্রায় ৪৭ হাজার অনিয়মিত অভিবাসী দ্বীপপুঞ্জে পৌঁছেছে। এটি পর পর দুই বছরের মতো বার্ষিক রেকর্ড ভেঙেছে। ভূমধ্যসাগরে কড়াকড়ি বেড়ে যাওয়ায় অনেকে বিকল্প হিসেবে আটলান্টিক পথ বেছে নিচ্ছেন। তবে চলতি বছরে এখন পর্যন্ত আগমনের হার কিছুটা কমেছে। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ১৫ মে পর্যন্ত আগমন সংখ্যা ২০২৪ সালের একই সময়ের তুলনায় ৩৪.৪ শতাংশ হ্রাস পেয়েছে বলে স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যানে জানানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

1

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

2

বাংলাদেশে ব্যবসার সম্ভাবনা খুঁজে দেখছে পাকিস্তানের শিল্পগোষ্

3

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

4

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

5

সম্পত্তির লোভে আপন বড়ভাইকে হত্যার চেষ্টা: মামলা তুলে নিতে আস

6

শনিবার চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখবেন প্রধান উপদে

7

চিন্ময় দাসের জামিন স্থগিত করল আপিল বিভাগ

8

আত্মসমর্পণের ইঙ্গিত সিলেট জেলা ছাত্রলীগের সভাপতির

9

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

10

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

11

দেওয়ান-কোরেশী গোষ্ঠী যুব সংঘ,শ্রীধরপাশার ইফতার মাহফিল সপন্ন

12

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

13

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

14

বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে: তারেক রহমান

15

সিলেটে সুনামগঞ্জ সমিতির ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

16

সিলেটে ক্রেতাদের যে বার্তা জানাল বাটা

17

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

18

নির্বাচন বিলম্বিত করার সুযোগ নেই : কাইয়ুম চৌধুরী

19

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

20