সুনামগঞ্জের দিরাই উপজেলায় নিষিদ্ধ ঘোষণা করা ছাত্রলীগ নেতা সুমন পুরকায়স্থ (৩০)–কে গ্রেফতার করেছে পুলিশ। তিনি সরমঙ্গল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন।
শনিবার (১৯ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার কল্যাণী গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সুমন পুরকায়স্থ ওই গ্রামের মৃত সুবল পুরকায়স্থের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সুমন পুরকায়স্থ দীর্ঘদিন ধরে ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলেন এবং সরমঙ্গল ইউনিয়ন শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সুমন পুরকায়স্থের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রয়েছে। সেই মামলার ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, “সুমন পুরকায়স্থের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রয়েছে। সেই মামলার ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হবে।”
মন্তব্য করুন