দেশে ফিরছেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। যুক্তরাজ্যের লন্ডনে দীর্ঘ ৪ মাস চিকিৎসা শেষে দেশে ফিরছেন তিনি। তাঁর সফরসঙ্গী হিসাবে পরিবারের অন্যান্য সদস্যের সাথে আছেন সিলেটের তিন বিএনপি নেতা।
উল্লেখ্য, কাতারের আমিরের দেয়া খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি বাংলাদেশ সময় সোমবার (৫ মে) রাত ৯টা ১০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়।
সবকিছু ঠিকঠাক থাকলে মঙ্গলবার (৬ মে) সকাল সাড়ে ১০টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা।
মন্তব্য করুন