মনির হোসেন (২৮) নামে এক মাদকাসক্ত ছেলের শাবলের আঘাতে পিতা কবির মিয়া (৫০) খুন হয়েছে।
ঘটনাটি ঘটেছে সোমবার (২৬ মে) দিবাগত রাত আড়াইটার দিকে নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জানগর ইউনিয়নের বাহেরচর পশ্চিমপাড়া গ্রামে। নিহত কবির মিয়া বাহেরচর পশ্চিমপাড়া গ্রামের ফজলু মিয়ার ছেলে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে মনির হোসেনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঘটনার দিন রাত আনুমানিক আড়াইটার সময় ঘুম থেকে উঠে মনির হোসেন একটি শাবল নিয়ে ঘুমন্ত অবস্থায় তার পিতা কবির মিয়াকে এলোপাতাড়িভাবে পিটাতে থাকে। এতে ঘটনাস্থলেই কবির মিয়া মারা যায়। ঘটনা জানাজানি হয়ে গেলে আশপাশের লোকজন এসে মনির হোসেনকে আটক করে। পরে রায়পুরা থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে এবং মনির হোসেনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
প্রতিবেশী মো. জয়নাল মিয়া জানান, কবির হোসেনের দুই ছেলে ও এক মেয়ের মধ্যে মনির হোসেন সকলের বড়। গত এক বছর আগে মনির হোসেন জমিজমা বিক্রি করে সৌদি আরবে যায়। সেখানে দালালের খপ্পরে পরে কাজ না পেয়ে কিছুদিনের মধ্যেই দেশে ফিরে আসে। এরপর থেকে মনির হোসেন তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে এবং সে মাদকাসক্ত হয়ে পড়ে। সে পাগলের মতো চলাফেরা করতো। গত ছয়মাস পূর্বে মনির হোসেন তার দাদি, ফুফু ও চাচাতো বোনকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এ ঘটনায় করা মামলায় মনির হোসেন ৩মাস জেলহাজতে ছিলো। পরে তার পিতা কবির মিয়া ছেলে মনির হোসেনকে জামিনে ছাড়িয়ে আনেন। এরপর থেকে ছেলেকে নিয়ে পিতা কবির হোসেন একটি দু’চালা ঘর নির্মাণ করে বসবাস করতো এবং তিনি নিজেই ছেলের দেখাশোনা করতেন।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ জানান, প্রবাসফেরত ছেলের শাবলের আঘাতে কবির হোসেন নামে এক ব্যক্তি নিহত হয়েছে। ঘটনার পর তার ছেলেকে আটক করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তবে আটককৃত মনির হোসেন মানসিক ভারসাম্যহীন কিনা তা ডাক্তারি পরীক্ষার পর জানা যাবে।
মন্তব্য করুন