সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ বিস্ফোরক সরঞ্জাম উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে উপজেলার তোয়াকুল বাজার এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এসব সরঞ্জাম উদ্ধার করা হয়।
শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে র্যাব-৯ এই তথ্য নিশ্চিত করেছে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে গোয়াইনঘাট থানাধীন ৮নং তোয়াকুল ইউনিয়নের তোয়াকুল বাজারস্থ একটি টাওয়ারের নিচে অভিযান চালায় র্যাবের একটি আভিযানিক দল। এ সময় সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি একনলা বন্দুক, ৪টি ইন্ডিয়ান পাওয়ার জেল, ৫টি নন-ইলেকট্রিক ডেটোনেটর ও ২০০ গ্রাম গান পাউডার উদ্ধার করা হয়।
র্যাবের ধারণা, বড় কোনো নাশকতা সৃষ্টির উদ্দেশ্যেই দুর্বৃত্তরা এসব আগ্নেয়াস্ত্র ও উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক সেখানে মজুদ করেছিল। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধাকৃত আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক সরঞ্জাম সাধারণ ডায়েরি (জিডি) মূলে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন