Global Sylhet24
প্রকাশ : Dec 19, 2025 ইং
অনলাইন সংস্করণ

আজ রাষ্ট্রীয় শোক, শোকে বিহ্ববল সমগ্র জাতি

সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে সারা দেশে শোকের ছায়া নেমে এসেছে। তার প্রয়াণে রাজনৈতিক অঙ্গনের দল-মত নির্বিশেষে বিভিন্ন দল, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এবং নানা সামাজিক সংগঠন গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে। ওসমান হাদির মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।  

দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে। মিছিল-বিক্ষোভের পাশাপাশি চলছে বিশেষ প্রার্থনা। ঘোষণা করা হয়েছে একদিনের রাষ্ট্রীয় শোক।অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস শুক্রবার রাত সোয়া ১১টার পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে শহীদ শরিফ ওসমান বিন হাদির মৃত্যুতে শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন। 

প্রধান উপদেষ্টা ভাষণে বলেন, দেশের সব সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে শনিবার জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। একই সঙ্গে  শুক্রবার বাদ জুমা দেশের প্রতিটি মসজিদে শহীদ ওসমান হাদির মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হবে। অন্যান্য ধর্মের উপাসনালয় গুলোতেও আয়োজন হবে বিশেষ প্রার্থনার। 

প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী গতকাল শুক্রবার দেশের বিভিন্ন ধর্মের উপাসনালগুলোতে আয়োজন করা হয় বিশেষ প্রার্থনার। এদিকে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণে শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করেন প্রধান উপদেষ্টা। তিনি ওসমান হাদির শোকসন্তপ্ত স্ত্রী, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।

শরিফ ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব সরকার গ্রহণ করবে বলে ভাষণে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা।

আন্তর্জাতিক গণমাধ্যমে হাদির মৃত্যুসংবাদ

স্থানীয় সংবাদমাধ্যমের পাশাপাশি হাদির মৃত্যর খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম।

ওসমান হাদির মৃত্যুর খবর বৃহস্পতিবারই (১৮ ডিসেম্বর) প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর বাংলাদেশের ছাত্র-নেতৃত্বাধীন আন্দোলনের নেতা শরিফ ওসমান হাদি; গুলিবিদ্ধ হওয়ার পর যাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছিল, তিনি মারা গেছেন। 

সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, চিকিৎসকদের সর্বোত্তম প্রচেষ্টা সত্ত্বেও হাদিকে বাঁচানো যায়নি।

ডয়চে ভেলেও হাদিকে নিয়ে খবর প্রকাশ করেছে। সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার সন্ধ্যায় শরিফ ওসমান হাদির মৃত্যুর ঘোষণা দেয়া হয়। বিক্ষোভকারীরা হাদির হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। হাদি ভারতের একজন স্পষ্টভাষী সমালোচক ছিলেন বলেও উল্লেখ করা হয় ডয়চে ভেলের প্রতিবেদনে।ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুতকারী যুব আন্দোলনের একজন বিশিষ্ট নেতা শরিফ ওসমান হাদির মৃত্যুর পর বাংলাদেশে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। আরেক ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানও এ খবর প্রকাশ করেছে।

হাদির মৃত্যুর খবর দিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। বৃহস্পতিবার হাদির মৃত্যর খবর আসার পর বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন একই খবর দিয়েছে।

সিএনএ, আল আরাবিয়া, দ্য সান মালয়েশিয়াসহ আন্তর্জাতিক অন্যান্য গণমাধ্যমও ওসমান হাদির মৃত্যুর খবর দিয়েছে। 

এছাড়াও, দ্য ডন, জিও নিউজ ও এক্সপ্রেস ট্রিবিউনসহ পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যম এবং দ্য টেলিগ্রাফ, এনডিটিভি’র মতো ভারতীয় অনেক সংবাদমাধ্যম জানিয়েছে হাদির মৃত্যুর খবর।

বিভিন্ন দূতাবাস-আন্তর্জাতিক সংস্থার শোক প্রকাশ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ঢাকাস্থ মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডিয়ান হাইকমিশন, ইউরোপীয় ইউনিয়ন ও নেদারল্যান্ডস দূতাবাসসহ বিভিন্ন দূতাবাস ও হাইকমিশন। 

আলাদা আলাদা বিবৃতিতে দূতাবাসগুলো হাদির মৃত্যুতে দুঃখ প্রকাশ করে তার পরিবারের প্রতি সমবেদনা জানায়। একই সঙ্গে তারা সহিংসতা ও রাজনৈতিক সহিংস ঘটনার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে এবং এ ধরনের ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের জবাবদিহির গুরুত্বের ওপর জোর দেয়। 

বিবৃতিতে বলা হয়, মতপ্রকাশ ও রাজনৈতিক কর্মকা্ল পরিচালনার ক্ষেত্রে সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শান্তিপূর্ণ ও নিরাপদ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করা গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শোকবার্তায় ঢাকার মার্কিন দূতাবাস জানায়, বাংলাদেশের জনগণের সাথে একাত্ম হয়ে তরুণ নেতা শরীফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে যুক্তরাষ্ট্র দূতাবাস এবং তার পরিবার, বন্ধু ও সমর্থকদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে। ইইউ দূতাবাস শোকবার্তায় বলেছে, ‘শরীফ ওসমান হাদির মৃত্যুতে আমরা গভীরভাবে মর্মাহত এবং আমরা তার পরিবার, বন্ধুবান্ধব ও শোকাহত সবার প্রতি সমবেদনা জানাচ্ছি।’যুক্তরাজ্য হাই কমিশনের বার্তায় বলা হয়, ‘তরুণ নেতা শরীফ ওসমান হাদির মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। কঠিন এই সময়ে তার পরিবার, বন্ধু আর সমর্থকদের প্রতি আমরা আন্তারিক সমবেদনা জানাই। ’

এছাড়া আরও কয়েকটি আন্তর্জাতিক কূটনৈতিক সংস্থাও সামাজিক যোগাযোগমাধ্যমে শোক ও সমবেদনা প্রকাশ করেছে বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে।  

ফিরলেন কফিনবন্দি হয়ে সমাহিত হবেন ঢাবিতে

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মরদেহ সিঙ্গাপুর থেকে দেশে পৌঁছেছে।

শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে তার মরদেহ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বলে বিমানবন্দর থানার ওসি মোবারক হোসেন জানান।

বাংলাদেশ সময় দুপুর ২টা ৩ মিনিটে সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিল। হাদির লাশের সঙ্গে সিঙ্গাপুর থেকে আসেন তার বড় ভাই আবু বকর। বিমানবন্দরে জাতীয় পতাকায় মোড়ানো হাদির কফিন বুঝে নিতে উপস্থিত ছিলেন হাদির বোন-জামাই আমিরুল ইসলাম এবং ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের।

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, ডাকসু ভিপি সাদিক কায়েম এ সময় সেখানে উপস্থিত ছিলেন।

বিমানবন্দরের ৮ নম্বর হ্যাঙ্গার গেট দিয়ে হাদির কফিনবাহী গাড়িটি যখন বেরিয়ে আসে, সেখানে উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক মানুষ।

আগেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয়; মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ, বিজিবি, এপিবিএন ও আনসার সদস্য। বিমানবন্দর থেকে হাদির মরদেহ নিয়ে যাওয়া হয় রাজধানীর জাতীয় হূদরোগ ইন্সটিটিউটের হিমঘরে। শুক্রবার রাতে সেখানেই রাখা হবে কফিন।

পুলিশের তেজগাঁও বিভাগের একজন কর্মকর্তা বলেন, “হাদীর মরদেহ এখানে রাখার কথা বলার পর আমরা আমাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি।”

ইনকিলাব মঞ্চ এক ফেইসবুক পোস্টে লিখেছে, “পরিবারের দাবির ভিত্তিতে শহীদ ওসমান হাদিকে কবি নজরুলের পাশে সমাহিত করার এবং মানিক মিয়া অ্যাভিনিউতে বাদ জোহর জানাজার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

শুক্রবার বিমানবন্দর থেকে হাদির কফিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নেওয়ার কথা থাকলেও তার বদলে শনিবার নেওয়া হবে বলে ইনকিলাব মঞ্চ জানিয়েছে। এদিকে শহিদ ওসমান হাদির নামাজে জানাজা আজ শনিবার বেলা ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সরকার।

এর আগে নামাজে জানাজা বেলা আড়াইটায় অনুষ্ঠিত হবার ঘোষণা দেওয়া হয়েছিল। শুক্রবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে এক পোস্টে বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়, শহিদ হাদির জানাজার সময় পরিবর্তন করা হয়েছে। শনিবার বেলা ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহিদ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।পোস্টে আরও বলা হয়, শহিদ ওসমান হাদির নামাজে জানাজায় যারা অংশ নিতে আসবেন তাদের কোনো প্রকার ব্যাগ বা ভারী বস্তু বহন না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। একই সঙ্গে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে, সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় ড্রোন উড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ।

বিনোদন ও ক্রীড়া অঙ্গনেও শোকের ছায়া 

হাদির আকস্মিক মৃত্যুতে স্তব্ধ দেশ। শোকের ছায়া নেমে এসেছে বিনোদন ও ক্রিড়া অঙ্গনেও। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবি এক পোস্টে জানায়, ‘শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।’

শোকবার্তা জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনও। রাত ১২টায় করা সেই পোস্টে জানানো হয়, ‘আমরা শোকাহত। সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’

বাফুফে আরও লিখেছে, ‘বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।’

মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়তেই সামাজিক মাধ্যমে আবেগঘন পোস্টে শোক ও প্রতিবাদ জানাতে শুরু করেন দেশের জনপ্রিয় তারকারা।সংগীতশিল্পী কনকচাঁপা শোক প্রকাশ করে লিখেছেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ, ওসমান হাদিকে জান্নাত দান করুন। হাদি হত্যার দ্রুত বিচার এবং আসামি ও ষড়যন্ত্রকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’ 

আরেকটি পোস্টে তিনি কবিতার সঙ্গে হাদির ছবি শেয়ার করেন।অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা হাদির ছবি প্রকাশ করে লেখেন, ‘শহীদ ওসমান বিন হাদি আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতীক হয়ে থাকবেন।’

ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা সিয়াম আহমেদ হাদি ও তার শিশুপুত্রের একটি ছবি শেয়ার করে লেখেন, ‘নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই।’ 

অভিনেত্রী রুকাইয়া জাহান চমক শোক প্রকাশ করে লিখেছেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নামটা মনে রেখো-শহীদ, বীর শরীফ ওসমান হাদি।’ পরবর্তী এক দীর্ঘ পোস্টে তিনি বাকস্বাধীনতা, ভিন্নমত ও সহিংসতা নিয়ে প্রশ্ন তোলেন। পোস্টের শেষে উল্লেখ করেন-শরীফ ওসমান হাদি (১৯৯৩-ইনফিনিটি)।

মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে লেখেন, ‘এটা খুব কষ্টের এবং মেনে নেওয়ার মতো নয়। আল্লাহ যেন তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন এবং তার শোকাহত পরিবারকে, বিশেষ করে তার ছোট্ট বাচ্চাকে ধৈর্য ও শক্তি দেন। আমরা এমন ভবিষ্যৎ চাই, যেখানে মানুষের জীবনের মূল্য সবার আগে।’

অভিনেতা নাসির উদ্দিন খান লিখেছেন, ‘ওসমান হাদীর আত্মার মাগফিরাত কামনা করি। তার পরিবার ও ছোট্ট সন্তান এই শোক কাটিয়ে উঠুক। দেশে শান্তি ফিরে আসুক।’ তরুণ অভিনেতা আরশ খান ক্ষমতা ও জীবনের মূল্য নিয়ে লেখেন, ‘একটা একটা করে নিভে যাওয়া বাতিগুলো-যে পরিচয়ই দাও, সবাই দেশের অংশ, কোনো না কোনো মায়ের সন্তান।’

নির্মাতা আশফাক নিপুন শ্রদ্ধা জানিয়ে লেখেন, ‘ওসমান হাদি, শান্তিতে ঘুমান। আল্লাহ আপনাকে জান্নাত দান করুন এবং আপনার পরিবার ও নবজাতককে শক্তি দিন। খুনিদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে।’উপদেষ্টা পরিষদ, রাজনৈতিক দল, বিভিন্ন দেশ ও দূতাবাসের শোক 

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে শোক জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। শোকবার্তায় তিনি বলেন, ‘আধিপত্যবাদ ও অন্যায়ের বিরুদ্ধে শরিফ ওসমান হাদির সংগ্রামী ও সাহসী ভূমিকা এ দেশের তরুণদের জন্য চিরদিন অনুপ্রেরণা হয়ে থাকবে। শহিদ ওসমান হাদি সমাজে ইনসাফ প্রতিষ্টার অকুতোভয় যোদ্ধা ছিলেন। তার অকাল মৃত্যুতে সমাজ ও দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে।’

পররাষ্ট্র উপদেষ্টা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

শরিফ ওসমান হাদির অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

উপদেষ্টা শুক্রবার এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, শরিফ ওসমান হাদি ছিলেন জুলাই গণঅভ্যুত্থানের এক অকুতোভয় যোদ্ধা, নির্ভীক কণ্ঠস্বর ও সাহসী সংগঠক। অন্যায়-অবিচার, শোষণ-নির্যাতন ও দমন-পীড়নের বিরুদ্ধে তাঁর আপসহীন অবস্থান ছিলো মজলুম ও গণতন্ত্রকামী মানুষের নিকট অফুরন্ত প্রেরণার উৎস। 

তিনি লাখো মানুষের মনে জন্ম নেওয়া অসীম সাহস, বীরত্ব, দেশপ্রেম ও আত্মত্যাগের সর্বোচ্চ অনুপ্রেরণা। সমসাময়িক রাজনৈতিক ও সামাজিক আন্দোলনে তাঁর ভূমিকা তাঁকে অমর ও চিরস্মরণীয় করে রাখবে। 

তিনি আরও বলেন, শরিফ ওসমান হাদির অকাল প্রয়াণ দেশের জন্য অপূরণীয় ক্ষতি যা সহজে পূরণ হওয়ার নয়। তাঁর বীরত্ব, সাহস ও দেশপ্রেমের কথা এ জাতিকে যুগে যুগে অনুপ্রেরণা ও উৎসাহ জোগাবে।

হাদির মৃত্যুর খবর দিয়ে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ফেসবুক পোস্টে লিখেছেন, “আবরার, আবু সাঈদদের মতো হাদী না থেকেও আরও বেশি করে থাকবেন বাংলাদেশের বুকে। ইউ ফেইলড টু কিল ওসমান হাদী!”

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান নিজের ফেসবুক আইডিতে লিখেছেন, ‘শহীদ শরীফ ওসমান হাদী, যারা আল্লাহর রাস্তায় নিহত হয়, তাদের মৃত বলো না। বরং তারা জীবিত; কিন্তু তোমরা অনুভব করতে পারো না। (সূরা বাকারাহ: আয়াত ১৫৪)’ 

প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব ফেসবুকে লিখেছেন, ‘কিছু মানুষ মরেন না, তারা রক্ত, স্বপ্ন ও বিপ্লব হয়ে মিশে যান ভবিষ্যতের ভেতরে। এ শপথ জুলাইয়ের প্রতিটি সন্তানের, এই দেশ আর ভয় পাবে না। শহীদ হাদি, আপনি আছেন, থাকবেন। ইনসাফের পথে, সাহসের কণ্ঠে, জুলাইয়ের শপথে।’

গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। শুক্রবার এক শোকবার্তায় তিনি এ শোক প্রকাশ করেন।

এদিকে হাদির মৃত্যুর ঘটনায় শোক জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। তিনি ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘আমাদের জুলাই আন্দোলনের ভাইকে আমরা ফ্যাসিবাদী অমানুষদের থেকে রক্ষা করতে পারলাম না। মাফ করে দিও, হাদি ভাই। আল্লাহ তোমাকে শহীদের মর্যাদায় জান্নাতবাসী করুন। আমিন।’ 

এছাড়া হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। প্রধান বিচারপতি শোকবার্তায় উল্লেখ করেন, শরিফ ওসমান হাদির অকাল ও মর্মান্তিক মৃত্যুতে দেশ এক সাহসী কণ্ঠস্বরকে হারালো। প্রধান বিচারপতি মহোদয় ও বিচার বিভাগের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা। ওসমান হাদী মৃত্যুবরণ করায় গভীর শোক প্রকাশ করছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক জানিয়েছেন শরিফ ওসমান হাদি মৃত্যুবরণ করায় কমিশন গভীর শোক প্রকাশ করছে। একই সঙ্গে নির্বাচন কমিশন তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিভিন্ন রাজনৈতিক দল শোক প্রকাশ করেছে। ওসমান হাদির হত্যাকারী ও নির্দেশদাতাকে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে দলগুলো।ওসমান হাদির মৃত্যুর খবর প্রকাশের পর বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে এক শোকবার্তায় বলা হয়, ‘ইনকিলাব মঞ্চের মুখপাত্র, ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির শাহাদাতে আমরা গভীর শোকাহত।’

এদিকে হাদি হত্যায় তদন্ত ও ন্যায়বিচার চাইলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এক ফেসবুক পোস্টে শরীফ ওসমান হাদির মৃত্যুকে ‘মর্মান্তিক হত্যাকা্ল’ উল্লেখ করে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘হাদি ছিলেন এক সাহসী রাজনৈতিক কর্মী এবং নির্ভীক কণ্ঠস্বর, যিনি সব সময় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতেন। তাঁর এই অকাল শহীদি মৃত্যু আবারও মনে করিয়ে দিল- রাজনৈতিক সহিংসতা কত বড় মানবিক মূল্য দাবি করে।’

জুলাই অভ্যুত্থানের পর হাদির ভূমিকার প্রশংসা করে তারেক রহমান বলেন, ‘ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে তিনি জুলাইয়ের যোদ্ধাদের অধিকার রক্ষা, গণতান্ত্রিক মূল্যবোধ ধরে রাখা এবং জাতীয় স্বার্থ সুরক্ষায় অসাধারণ ভূমিকা রেখেছিলেন।’ তারেক রহমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘দ্রুত তদন্ত করে অপরাধীদের গ্রেপ্তার, শাস্তি এবং ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।’

ওসমান হাদির মৃত্যুতে শোক প্রকাশ করে গণমাধ্যমে বিবৃতি পাঠিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। বিবৃতিতে তিনি বলেন, ‘শরিফ ওসমান হাদি ছিলেন একজন সাহসী জুলাই যোদ্ধা ও সাচ্চা দেশপ্রেমিক।...তিনি অন্যায়ের কাছে কখনো মাথা নত করেননি।...তাঁর মাসুম বাচ্চাসহ স্ত্রী, শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহযোদ্ধা ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।’

এনসিপির শোকবার্তায় বলা হয়েছে, ‘আমাদের এই সহযোদ্ধার মৃত্যুতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সর্বস্তরের নেতা-কর্মী গভীরভাবে শোকাহত। আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।’ ওসমান হাদির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। রাতে দলটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ওসমান হাদির হত্যাকারী, নির্দেশদাতা ও চক্রান্তকারীকে সরকারের সকল শক্তি নিয়োজিত করে হলেও শাস্তির আওতায় আনতেই হবে।’

এদিকে ওসমান হাদির মৃত্যুর ঘটনায় শুক্রবার সারা দেশে বাদ জুমা বিশেষ দোয়া ও কফিন মিছিল করেছে জুলাই ঐক্য। 

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনের সহ-দপ্তর সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) মো. নাজমুচ্ছাকিব স্বাক্ষরিত এক বিবৃতিতে এ শোক প্রকাশ করা হয়।

বিবৃতিতে বলা হয়, আপোসহীন যুবক এবং সাংস্কৃতিক আন্দোলনের দক্ষ সংগঠক শরিফ ওসমান বিন হাদির মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গভীরভাবে শোকাহত। আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমাদের সহযোদ্ধা ওসমান হাদীকে যিনি স্বৈরাচারবিরোধী সংগ্রামে নিজেকে নিবেদিত করেছিলেন।

গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও সাংস্কৃতিক স্বকীয়তা রক্ষার লড়াইয়ে তিনি ছিলেন সদা জাগ্রত। রাজপথের আন্দোলনের পাশাপাশি সাস্কৃতিক পরিসরেও তার সক্রিয় ভূমিকা ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিরোধকে শক্তিশালী করেছে। রাজনৈতিক ফ্যাসিবাদের পতনের পরে তিনি সাংস্কৃতিক ফ্যাসিবাদকে পরাজিত করতে দীর্ঘ সংগ্রামে অবতীর্ণ হয়েছিলেন।

এতে আরও বলা হয়, পতিত ফ্যাসিবাদী শক্তির ষড়যন্ত্রমূলক হত্যাকা্লে তাঁর জীবনপ্রদীপ নিভে গেলেও, তার আদর্শ ও সংগ্রামের চেতনা অম্লান থাকবে। ছাত্রদল বিশ্বাস করে, শরিফ ওসমান বিন হাদির আত্মত্যাগ আমাদের আগামী দিনের সকল গণতান্ত্রিক ও জাতীয়তাবাদী আন্দোলনে প্রেরণার উৎস হয়ে থাকবে। হাদি হত্যায় জড়িতদের শাস্তি দাবি করে বলা হয়, আমরা শহীদ ওসমান হাদির খুনের সাথে জড়িত ঘাতক, ঘাতকের সহযোগী এবং পরিকল্পনাকারী সকলকে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি। 

গণ-অভ্যুত্থানের নেতৃবৃন্দ এবং অংশগ্রহণকারী সকলের নিরাপত্তা নিশ্চিত করার জোরালো দাবি জানাচ্ছি। আমরা শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহর নিকট তার জন্য জান্নাতুল ফেরদৌসের প্রার্থনা করছি।

এদিকে ক্ষোভ জানিয়ে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্র শিবির।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

1

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

2

রাজধানীতে ভূমিকম্প অনুভূত

3

বদলে যাওয়া ক্যাম্পাস

4

বিপ্লবে আহতযোদ্ধা ও সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহার সামগ্রী ব

5

সাংবাদিক আব্দুল মুক্তাদীরের ইফতার মাহফিল সম্পন্ন

6

বছর ঘুরে আজ খুশির ঈদ

7

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

8

জুলাই বিপ্লবে শহীদের স্মরণে লন্ডনে দোয়া ও ইফতার মাহফিল

9

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

10

বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র চলছে: সোহেল

11

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

12

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

13

সিলেটে শিশুদের ঝগড়া নিয়ে প্রাণ হারালেন কাতার প্রবাসী

14

সুনামগঞ্জে বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রা ‘আটকে দিতে অপপ্রচার’

15

বালুচর বায়তুল জান্নাত জামে মসজিদ মার্কেট কমিটির উদ্যোগে

16

ওসমানীতে জব্দ হওয়া স্বর্ণের পরিমাণ জানা গেল

17

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

18

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

19

আপনারা ঐক্যবদ্ধ হলে পঞ্চগড় থেকে প্রধানমন্ত্রী হবে: সারজিস

20