ফেসবুকে ইসলাম ধর্মের দ্বিতীয় খলিফা হযরত উমর (রা.) এবং সাহাবি হযরত মুয়াবি (রা.) নিয়ে কূরুচিপূর্ণ স্ট্যাটাসের অভিযোগে মৌলভীবাজারে উমায়রা ইসলাম নামে এক নারী আইনজীবীকে আটক করেছে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ।
শনিবার (২৮ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় মৌলভীবাজার শহরের ক্লাব রোডের তার বাসা থেকে আটক করে পুলিশ।
পুলিশ বলছে, নবীজীর সাহাবীদের নিয়ে ওই নারী আইনজীবী তার নিজের ফেসবুক আইডিতে ‘কটূক্তিমূলক’ পোস্ট দেন। তাকে এই স্ট্যাটাসের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
জানায়, ওই আইনজীবীর পোস্ট নিয়ে শনিবার আপত্তি তুলেন স্থানীয় কিছু লোক। এই পোস্টের মাধ্যমে ধর্মীয় অনুভুতিতে আঘাত আনার অভিযোগ আনা হয়। অভিযুক্ত নারীকে দ্রুত গ্রেপ্তারেরও দাবি উঠে।
তাকে পুলিশ আটক করে নিয়ে আসার পর মৌলভীবাজার মডেল থানার সামনে জড়ো হন অনেকে।
মৌলভীবাজার সদর মডেল এ বিষয়ে মডেল থানার ওসি গাজী মো. মাহবুবুর রহমান বলেন, ফেসবুকে নবীর সাহাবীদের নিয়ে ধর্মীয় কটূক্তির অভিযোগে এক নারীকে আটক করে পুলিশি হেফাজতে আনা হয়েছে। এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ চলছে।
মন্তব্য করুন