দিরাই প্রতিনিধি:: সুনামগঞ্জ ০২ দিরাই শাল্লা আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল বলেছেন, দিরাই শাল্লা বাসী অনেক বড় বড় রাজনীবিদের জন্ম দিলে স্বাধীনতার দীর্ঘ ৫৪ বছরে ও তাদের কাঙ্খিত উন্নয়ন থেকে বঞ্চিত।
শিক্ষা, যোগাযোগ সহ সবদিক থেকে আমাদের দিরাই শাল্লা পিছিয়ে, তাই হাওর বাসীর জীবন মান উন্নয়নে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিতে হবে। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধের বিকল্প নাই। কারণ বাংলাদেশের আপামর জনতা আজ দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক রহমানের দিকে চেয়ে আছেন।
দীর্ঘ সতেরো বছরের নির্যাতন ও বঞ্চনা থেকে জাতীয় মুক্তি পেতে তাদের মহামুল্যবান ভোটের মাধ্যমে বিএনপি কি ক্ষমতায় বসানোর অপেক্ষায় রয়েছেন। তাই দেশ ও এলাকার স্বার্থে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। গতকাল সোমবার বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষে শাল্লা উপজেলার বাহাড়া ইউনিয়নের প্রতাপপুরে ও বেড়ার ডর গ্রামে গনসংযোগ শেষে মেদা বাজারের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রবীন বিএনপি নেতা এলাকার সালিশ ব্যক্তিত্ব বাদশা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাল্লা উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরাজ,যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন,আব্দুল করিম মাষ্টার,দিরাই পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান মিজান,দিরাই উপজেলা বিএনপি নেতা সুয়েব হাসান মাষ্টার,বাবুল সরদার, বাহারা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাইদ হোসেন সাগর, দিরাই উপজেলা যুবদলের সদস্য সচিব লিপন হাসান চৌধুরী,
শাল্লা উপজেলা যুবদলের সদস্য সচিব রুবেল আহমেদ দুলাল, শাল্লা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তারেক হাসান,যুগ্ম আহ্বায়ক হৃদয় হাসান।বক্তব্য রাখেন দিরাই -শাল্লা উপজেলা বিএনপি সহযোগী সংগঠনের এবং স্থানীয় নেতৃবৃন্দ।