হবিগঞ্জের বানিয়াচংয়ে নাইন মার্ডার মামলার ৪২ নম্বর আসামি, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মঞ্জু কুমার দাসকে গ্রেফতার করেছে পুলিশ। দীর্ঘদিন ধরেই তিনি পলাতক ছিলেন।
রবিবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার কাদিরগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে বানিয়াচং থানাপুলিশ। পরে তাকে থানা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বানিয়াচং থানার (ওসি) মিজানুর রহমান বলেন, সকাল থেকে পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালায়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে কাদিরগঞ্জ বাজার এলাকা থেকে মঞ্জুকে গ্রেফতার করা সম্ভব হয়।
পরবর্তী আইনী প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে পাঠানো হবে।
তিনি বলেন- ছাত্র-জনতার আন্দোলনের সময় নাইন মার্ডারের ঘটনায় দায়ের করা মামলার আসামী মঞ্জু।
মন্তব্য করুন