Global Sylhet24
প্রকাশ : May 25, 2025 ইং
অনলাইন সংস্করণ

জুলাই আন্দোলনে আহত চারজনের বিষপান

রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালকের কক্ষে প্রবেশ করে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন জুলাই আন্দোলনে দৃষ্টিশক্তি হারানো চার যুবক।

পুনর্বাসন ও উন্নত চিকিৎসার দাবিতে রোববার দুপুরে চলমান এক বৈঠকের সময় তারা বিষপান করেন।

আত্মহত্যার চেষ্টাকারীরা হলেন—শিমুল, মারুফ, সাগর এবং আখতার হোসেন (আবু তাহের)। 

পরে দ্রুত তাদের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক ডা. আবুল খায়ের গণমাধ্যমকে জানান, “জুলাই ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) সঙ্গে বৈঠক চলাকালে চার যুবক আমাদের কক্ষে প্রবেশ করেন। সিইও তাদের অপেক্ষা করতে বললে তারা ক্ষুব্ধ হয়ে সেখানেই পূর্বপ্রস্তুত বিষপান করেন।”

তিনি বলেন, “জুলাই আন্দোলনে চোখ হারানো এই আহতরা অভিযোগ করেছেন যে, দীর্ঘ নয় মাসেও সরকারের পক্ষ থেকে তাদের উন্নত চিকিৎসা বা পুনর্বাসনের কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি।”

ডা. খায়ের আরও বলেন, “আমরা তাদের মানসিক অবস্থা বুঝতে পারছি। তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং বারবার সে কথা আমাদের জানিয়েছেন। চিকিৎসার ক্ষেত্রে কোনো ঘাটতি ছিল না। এমনকি সরকারের সহায়তায় তাদের মধ্যে দুজনকে সিঙ্গাপুরেও পাঠানো হয়েছিল, কিন্তু চক্ষুগুলিতে গুলির গুরুতর আঘাতের কারণে তাদের দৃষ্টি ফিরিয়ে আনা সম্ভব হয়নি।”

তিনি জানান, “তারা দীর্ঘদিন হাসপাতালে থাকলেও বর্তমানে চিকিৎসাসংক্রান্ত কোনো প্রয়োজন নেই। কিন্তু বাড়ি ফিরতেও তারা ভয় পাচ্ছেন। তাদের একজনের চাঁদপুরের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, যা তাদের মানসিকভাবে আরও বিপর্যস্ত করে তুলেছে।”

পরিচালকের মতে, মানসিক স্বাস্থ্যের অবনতি ও দীর্ঘদিনের অনিশ্চয়তা থেকেই তারা আত্মহত্যার পথ বেছে নিতে চেয়েছিলেন।

রাত ৮টার দিকে শেরেবাংলা নগর থানার ডিউটি অফিসার এসআই অমৃতা দত্ত বলেন, “আমরা এখনো বিষয়টি সম্পর্কে কোনো আনুষ্ঠানিক খবর পাইনি। বিস্তারিত তথ্য হাতে আসলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় আহতদের দ্রুত পুনর্বাসন ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে ক্রেতাদের যে বার্তা জানাল বাটা

1

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

2

কানাডার ২৪তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মার্ক কার্নি

3

মাজার ভাঙচুর বরদাশত করা হবে না: উপদেষ্টা রিজওয়ানা

4

দক্ষিণ সুরমায় যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি এম এ মালিকের উদ্যোগ

5

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

6

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

7

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

8

দিরাইয়ে ধান শোকানোকে কেন্দ্রকরে প্রতিপক্ষের আঘাতে যুবক খুন

9

টেকসই ভবিষ্যৎ গড়তে বাংলাদেশের পাশে থাকবে জাতিসংঘ: গুতেরেস

10

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

11

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

12

আজ মহান স্বাধীনতা দিবস

13

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

14

বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে: তারেক রহমান

15

বদলে যাওয়া ক্যাম্পাস

16

দেওয়ান-কোরেশী গোষ্ঠী যুব সংঘ,শ্রীধরপাশার ইফতার মাহফিল সপন্ন

17

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

18

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

19

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

20