দিরাই প্রতিনিধি:: সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা, সুনামগঞ্জ -২ (দিরাই -শাল্লা)আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রাথমিম মনোনয়ন প্রাপ্ত এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল বলেছেন, জুলাই আন্দোলনের প্রথম শহীদ হলেন মেধাবীছাত্র আবুসাঈদ,তার শাহাদতে উজ্জীবিত হয়ে দেশের ছাত্রজনতা বৈষম্য বিরোধী আরন্দোলন গড়ে তুলে, তারই ফলশ্রুতিতে আমরা ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ ফিরে পাই। আর আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান, তারই নির্দেশে আমাদের দলটি জুলাই আগষ্ট বিপ্লবে সাহসী ভূমিকা পালন করে। আমাদের দলের প্রায় সাড়ে চারশো নেতাকর্মী শাহাদাত বরণ করেন।
তিনি আরও বলেন, একাত্তর ও চব্বিশেের পরাজিত শক্তিরা কখনো দেশের শান্তি চায় না।তারা এখনো দেশ বিরোধী চক্রান্ত করছে, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। তিনি বলেন আমাদের দলের যারা দীর্ঘ ১৫-১৬ বছর মাঠে ছিলেন না আপনারা এখন দলে নেতৃত্ব দেওয়ার চিন্তা না আমাদের ত্যাগী ও নির্যাতিত নেতা কর্মীদের সহায়তা করুন।কারণ আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমানের স্পষ্ট ঘোষণা একমাত্র ফ্যাসিষ্ট ছাড়া সবাই বিএনপি করতে পারবেন, তবে জুলাই বিপ্লবের আগে যে নেতা কর্মীরা আন্দোলন থেকে দুরে ছিলেন তাদের দলের নেতৃত্বে দেওয়া যাবে না, তারা ত্যাগীদের সহযোগী হয়ে কাজ করবেন।তিনি জুলাই -আগষ্ট বিপ্লব শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তারা আমাদের ভোটের অধিকার ফিরে দিয়েছেন, তাদের আত্মত্যাগ চিরঅম্লান রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করে সকল অপশক্তির উপযুক্ত জবাব দিতে হবে।
মঙ্গলবার (৮-০৭-২৬)দুপুরে জুলাই গণঅভ্যুত্থান ও আগামীর বাংলাদেশ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দিরাই গনমিলনায়তন হলে উপজেলা যুবদলের প্রথম যুগ্ম আহবায়ক লিপন হাসান চৌধুরীর সভাপতিত্বে এবং পৌরসেচ্ছাসেবক দলের আহবায়ক আজাদ মিয়া ও পৌর কৃষক দলের আহবায়ক মোহাম্মদ আলীর যৌথ পরিচালনায় সেমিনারে বিশেষ অতিথি ছিলেন শাল্লা উপজেলা বিএনপির আহবায়ক সিরাজুল ইসলাম, যুগ্ম আহবায়ক আব্দুল করিম, দিরাই পৌর বিএনপির আহবায়ক মিজানুর রহমান মিজান,দিরাই উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নুরুল হক তালুকদার, সোয়েব হাসান,সাবেক ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান তালুকদার, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য বাবুল সরদার, জিলাল চৌধুরী, আবুসাঈদ,মন্জু মিয়া, বিএনপি নেতা আব্দুল ওলী, মৎস্য জীবি দলের আহবায়ক ইয়াহিয়া চৌধুরী, দিরাই উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক সামছুল ইসলাম সরদার, শাল্লা উপজেলা যুবদলের আহবায়ক আব্দুর রাজ্জাক, দিরাই পৌর যুবদলের আহবায়ক মহি উদ্দিন তালুকদার মিলাদ,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জুয়েল তালুকদার, উপজেলা ছাত্রদলের আহবায়ক আবু হাসান চৌধুরী সাজু, দিরাই কলেজ ছাত্রদলের আহবায়ক সালমান মিয়া। বক্তব্য রাখেন বিএনপি উপজেলা, পৌর বিএনপি যুবদল,ছাত্র দল সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ,