সাড়ে ১৭ বছরের দীর্ঘ নির্বাসন কাটিয়ে মাতৃভূমিতে ফেরার পর আবেগঘন এক মুহূর্তের সাক্ষী হলো দেশবাসী। পূর্বাচলে আয়োজিত বিশাল গণসংবর্ধনা শেষে সরাসরি এভারকেয়ার হাসপাতালে গিয়ে অসুস্থ মা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পাশে দাঁড়িয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার সন্ধ্যা ৫টা ৫২ মিনিটের দিকে দলের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে তিনি হাসপাতালে পৌঁছান। তার আসার কিছুক্ষণ আগেই স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান হাসপাতালে উপস্থিত হন।
হাসপাতাল গেটের সামনে পৌঁছানোর পর বাস থেকে নেমে হেঁটে ভেতরে প্রবেশ করেন তারেক রহমান। এসময় প্রিয় নেতাকে একনজর দেখতে আসা হাজারো নেতাকর্মীর বাঁধভাঙা উচ্ছ্বাস ও স্লোগানে মুখর হয়ে ওঠে হাসপাতাল এলাকা।
এর আগে ৩০০ ফিট এলাকায় আয়োজিত সংক্ষিপ্ত সংবর্ধনা অনুষ্ঠানে তারেক রহমান তাঁর হৃদয়ের আকুতি প্রকাশ করে বলেন, “সন্তান হিসেবে আমার মন হাসপাতালের সেই বিছানার পাশে পড়ে আছে। কিন্তু যে মানুষটি (খালেদা জিয়া) আপনাদের জন্য জীবন উৎসর্গ করেছেন, তাঁর সেই প্রিয় মানুষদের ফেলে আমি যেতে পারি না। তাই আগে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে এখানে এসেছি।”
উল্লেখ্য, বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে রওয়ানা হওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনারটি আজ সকালে সিলেটে যাত্রাবিরতি করে বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকায় অবতরণ করে। বিমানবন্দরে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্য এবং পরিবারের সদস্যরা তাঁকে রাজকীয় সংবর্ধনা জানান। পরে সেখান থেকে বিশাল গাড়িবহর নিয়ে তিনি পূর্বাচলের জনসভায় যোগ দেন এবং সেখান থেকেই সরাসরি ছুটে যান মায়ের কাছে।
দীর্ঘ সময় পর মা ও ছেলের এই পুনর্মিলনীকে ঘিরে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে এক বিশেষ আবেগঘন পরিবেশ তৈরি হয়েছে।
মন্তব্য করুন